দুবাই থেকে মুম্বই ফিরলেন সলমান খান। কড়া নিরাপত্তার মাঝেই দেশে ফিরলেন ভাইজান। রবিবার সলমানের ফেরার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বিমানবন্দর। সলমানের পাশে দেখা গিয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। বারবার হুমকি, বাড়িতে হামলা। সলমন খানের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ২০২৩ সালে এপ্রিল মাসের হামলার পর সলমান খানের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটেগরি করে দেওয়া হয়েছিল। এরপরেও চলতি বছরের ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির বাইরে চালানোর ঘটনা সামনে আসে। এই ঘটনার পরেই তদন্তে নামে মুম্বই পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ দেখে দু’জনকে গ্রেফতার করা হয়। এসবের মাঝেই কড়া নিরাপত্তায় মুড়ে দেশ ছেড়ে উড়ে গিয়েছিলেন সলমন খান! জানা গিয়েছিল দুবাই উড়ে গিয়েছেন তিনি। রবিবার দুবাই থেকেই দেশে ফিরলেন সলমান। কুল ক্যাজুয়াল লুকেই এদিন দেখা গিয়েছে ভাইজানকে। তবে পাশে দেখা গিয়েছে সশস্ত্র নিরাপত্তা রক্ষী।