Barrackpore Lok Sabha : ‘BJP এজেন্টই পাচ্ছে না’, কটাক্ষ পার্থর! পালটা হুঁশিয়ারি অর্জুনের, সরগরম ব্যারাকপুর – barrackpore lok sabha election candidate arjun singh gave message to partha bhowmick on polling day


লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটপর্ব চলছে রাজ্যের সাতটি কেন্দ্রে। এর মধ্যে পাখির চোখ ব্যারাকপুর কেন্দ্র। পার্থ-অর্জুন যুযুধান দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। ভোটের দিন সকাল থেকেই ভিন্ন মুডে দেখা গেল দুই নেতাকে।ভোটের দিন সকালে নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিতে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সকাল থেকে হালকা মেজাজেই রয়েছেন তিনি। সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে বলে জানান তিনি।

কী বললেন পার্থ?

তবে, এই কেন্দ্রে অনেক বুথেই বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না বিজেপি বলে কটাক্ষ করেন তিনি। পার্থ বলেন, ‘অনেক বুথেই বিজেপি এজেন্ট পাচ্ছে না। আমার কাছে কাল রাতেও ফোন এসেছিল। শুনেছি, অনেককে টাকা অফার করছে এজেন্ট হওয়ার জন্য। তাতেও রাজি হচ্ছে না। আমি কি করবো?’ পার্থ জানান, ব্যারাকপুরের মানুষ আর ‘গুন্ডারাজ’ চাইছেন না, তাঁরা শান্তির পক্ষে রয়েছেন, সেই মতোই এবার নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।

Arjun Singh vs Partha Bhowmick : ব্যারাকপুরের মহাভারতে পার্থ-অর্জুন দ্বৈরথ, কে দাগবে কোন অস্ত্র?

কী বললেন অর্জুন?

অন্যদিকে, আজ ২০ শে মে ব্যারাকপুর লোকসভা নির্বাচনের দিন প্রতিবারের মতো এবারও সকাল সকাল নিজের বাসভবন থেকে ভোট কেন্দ্রের দিকে পায়ে হেঁটে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি এবারেও একশোশতাংশ আশাবাদী এই নির্বাচনে জয়ী হবেন।
পালটা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে উদ্দেশ্য করে অর্জুন বলেন, ‘ আমি বিরোধী প্রার্থীকে একটাই কথা বলব, নির্বাচনটা শান্তিপূর্ণ হতে দিন। অশান্তি পাকানোর চেষ্টা হলে ভোট কোনওভাবেই শান্তিপূর্ণ হতে পারবে না। আমরা সুষ্ঠু, অবাধ নির্বাচন হোক সেটাই চাইছি।’

ব্যারাকপুরের ‘কুরুক্ষেত্রে’ মুখোমুখি পার্থ-অর্জুন, রথের রাশ কার হাতে?
ব্যারাকপুরের ভোটচিত্র

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরুর সময় থেকেই লাগাতার অশান্তির চিত্র উঠে আসছে টিটাগর থেকে। টিটাগর পুরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের ২১১ নম্বর বুথে নিয়ম ভেঙে প্রবেশের চেষ্টা করে নির্দল এজেন্ট। আর এমনই অভিযোগকে ঘিরে অশান্ত হয়ে ওঠে টিটাগড় এর এই ভোট কেন্দ্র।

অন্যদিকে, বীজপুর বিধানসভার তিন নম্বর ওয়ার্ডে ১৭৪, ১৭৫,১৭৬ নম্বর বুথে সকাল থেকেই ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বেলা গড়াতেই আবার নতুন করে অশান্তি ছড়ালে সেখানে পৌঁছন অর্জুন সিং। বুথ জাম করার অভিযোগে পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেখানে পৌঁছলে তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে এই দফায় ভোট হচ্ছে মোট সাতটি আসনে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে চলছে সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। কিছু বিক্ষিপ্ত ঘটনা, ইভিএম মেশিন খারাপ থাকায় ভোট শুরু হতে দেরি হওয়া ছাড়া এখনও পর্যন্ত ভোট প্রায় নির্বিঘ্নেই হচ্ছে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *