Sealdah South Train,শিয়ালদা দক্ষিণ শাখায় রেল পরিষেবা চালু, রাতটা ট্রেনেই কাটল অনেকের – sealdah south section train service has been resumed


অন্যান্য দিনের মতোই রেল পরিষেবা শুরু হল শিয়ালদা ডিভিশনে। পূর্ব রেলের তরফে এমনটাই জানান হয়েছে। এই বিষয়ে পূর্ব রেল জানাচ্ছে, সকাল ৯টা থেকে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এছাড়া শিয়ালদা ডিভিশনের অন্য সমস্ত সেকশনেও ট্রেন পরিষেবা স্বাভাবিক দিনের মতোই আবারও চালু করা গিয়েছে।একটা সময় জানা গিয়েছিল, সোমবারও শিয়ালদা ডিভিশনে বাতিল থাকতে পারে একাধিক ট্রেন। ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট, হাসনাবাদ, বনগাঁ সহ একাধিক লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। যদিও পরবর্তীতে পূর্ব রেল স্বাভাবিক পরিষেবা শুরু হয়েছে বলে জানিয়ে দেয়।

ঘূর্ণিঝড় রিমেলের দুর্যোগের জেরে রবিবার রাত ১১টার পর থেকেই কার্যত থমকে যায় শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনগুলি। এমকী সোমবার সকালেও একাধিক ট্রেনগুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে সকাল ৬টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে বলে শোনা গিয়েছিল। কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে লাইনের উপরে। যার জেরে সকাল ৬টাতেও ট্রেন চাালান সম্ভব হয়নি। পরবর্তীতে জানা যায় সকাল ৯টা নাগাদ চালু হতে পারে পরিষেবা। তারপরেই রেলের তরফে পরিষেবার শুরু হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়।

এদিকে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় বহু মানুষকে স্টেশনে বা ট্রেনেই রাতটা কাটাতে হয়। রাতে খাওয়াদাওয়া সেভাবে পাওয়া যায়নি বলেও কেউ কেউ অভিযোগ করছেন। সবচেয়ে বেশি হয়রানির মধ্যে পড়তে হয় দূরের যাত্রীদের। আবার যাঁদের আজ সোমবার সকালে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দেওয়ার কথা, দুর্ভোগের মুখে পড়েন তাঁরাও। বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও, চলেনি ট্রেন। ফলে নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে পারেননি বহু যাত্রীই।

তবে রেল পরিষেবা চালু হলেও, ভোগান্তি মেট্রোতে। এই বিষয়ে মেট্রো রেল সূত্রে খবর, পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকে জমে রয়েছে জল। এর ফলে সকাল ৭টা ৫১ মিনিট থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে মেট্রো। পরিষেবা স্বাভাবিক করার জন্য ট্র্যাকগুলি থেকে জল সরানোর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *