Fact Check : মোদী কি CPIM-এর পরিবর্তে TMC-কে ভোট দিতে বললেন? জানুন সত্যতা – fact check social media recent post regarding narendra modi during lok sabha election is fake


২০২৪-এর লোকসভা নির্বাচন সম্পন্ন হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই শেষ লোকসভা ভোটের প্রচার। এই সবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য উদ্ধৃত করে একটি নিউজ চ্যানেলের কার্ড। নিউজ চ্যানেলের সেই কার্ডে লেখা, ‘সিপিএমকে নয়, তৃণমূলকে ভোট দিন, শেষ দফায় ডাক মোদীর।’ অর্থাৎ যা থেকে বোঝা যাচ্ছে, শেষ দফা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সিপিএম-কে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিতে।এক ফেসবুক ইউজার ওই সংবাদমাধ্যমের কার্ডটি পোস্ট করে লেখেন, ‘দিদি জানালেন ১জুন ইন্ডিয়ার বৈঠকে যাবেন না (দাদা খুশি ) দাদা জানালেন সিপিএমকে নয় তৃণমূলকে ভোট দেওয়া ভালো। (দিদি খুশি। বুঝলেন?’ এই পোস্টের মাধ্যমে ওই ইউজার এটাই বোঝাতে চেয়েছেন যে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না, তাই নরেন্দ্র মোদীও সিপিএম-কে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিতে বলেছেন। কার্ডটি নজরে আসার পর আজতক সেটির ফ্যাক্ট চেক করে এবং দেখে যে সেই কার্ডটি ভুয়ো ও সম্পাদিত।

কীভাবে জানা গেল সত্য?

আজতক প্রথমে ভাইরাল নিউজ কার্ডটির সত্যতা জানতে সেই সংক্রান্ত একাধিক কি ওয়ার্ড সার্চ করে, ও জানার চেষ্টা করে ওই চ্যানেলের তরফে এমন কোনও নিউজ কার্ড প্রকাশ করা হয়েছে কি না। কিন্তু তেমন কোনও তথ্য খুঁজে পাওয়া যায়নি, যা থেকে প্রমাণ হয় ভাইরাল নিউজ কার্ডটি ওই চ্যানেলের তরফেই প্রকাশ করা হয়েছে। বরং আজতক ওই চ্যানেলেরই অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্য একাধিক নিউজ কার্ড দেখতে পায়। সেগুলির সঙ্গে ভাইরাল নিউজ কার্ডটিকে পাশাপাশি রেখে তুলনা করলে দুটির ফন্টের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। এর থেকে আজতক অনুমান করে যে ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো হলেও হতে পারে।

Narendra Modi

ভাইরাল পোস্টের স্ক্রিনশট


তবে এই বিষয়ে আজতক তখনই ১০০ শতাংশ নিশ্চিত হয়ে যায়, যখন কি ওয়ার্ড সার্চের সময় ওই চ্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট দেখতে পায় ও যেখানে এই সংবাদমাধ্যমের তরফে ভাইরাল নিউজ কার্ডটিকে ভুয়ো হিসাবে উল্লেখ করা হয়েছে।

এর থেকে স্পষ্ট হয়ে যায় যে ওই ভাইরাল কার্ডটি ভুয়ো। কিন্তু তারপর আজতক জানার চেষ্টা করে আদৌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সিপিএম-কে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিতে বলেছেন কি না। কিন্তু আজতক তেমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পায়নি যা থেকে প্রমাণ হয় যে, সম্প্রতি নরেন্দ্র মোদী এহেন মন্তব্য করেছেন। পক্ষান্তরে এমন একাধিক সংবাদ প্রতিবেদন দেখা যায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে তৃণমূল ও সিপিএম-কে আক্রমণ করেছেন। এর থেকেই আজতক এই সিদ্ধান্তে উপনীত হয় যে ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এমন কোনও মন্তব্য করেননি।

(This story was originally published by Aaj Tak and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *