Sourav Ganguly Factory : গড়বেতায় সৌরভের কারখানা, সহযোগিতায় প্রস্তুত জেলা প্রশাসন, আশায় বুক বাঁধছে এলাকাবাসী – sourav ganguly factory may set up at garbeta in paschim medinipur soon good news


বাংলায় নতুন শিল্পের জোয়ার আনার ব্যাপারে আশাপ্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার কি সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে? কলকাতায় এক অনুষ্ঠান থেকে সেই আশার কথাই শোনালেন সৌরভ। অবশেষে, পশ্চিম মেদিনীপুরে তাঁর ইস্পাত কারখানা তৈরি হওয়ার পথে।কলকাতায় একটি অনুষ্ঠান থেকে সৌরভ জানিয়েছেন, তিন চার মাসের মধ্যে কারখানা নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিক ভাবে শালবনিতে এই কারখানা গড়ে ওঠার কথা ছিল। তবে, শালবনিতে কারখানা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির সংস্থান হচ্ছে না। সেই কারণে এই কারখানা গড়বেতায় হওয়ার কথা রয়েছে।

জানা যাচ্ছে, গড়বেতা ৩ ব্লকের চন্দ্রকোনা রোডে এই কারখানা নির্মাণ করা হতে পারে। সেখানকার স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গড়বেতাতেই সৌরভের কারখানা হবে। যদিও, এ ব্যাপারে জেলাশাসক খুরশিদ আলী কাদেরী জানিয়েছেন, এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁদের কাছে কোনও সংবাদ আসেনি। সংবাদ আসলে তিনি এ বিষয়ে কিছু জানাতে পারবেন।

স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সম্মেলনের একটি অনুষ্ঠান থেকেই এই কারখানা নির্মাণের ব্যাপারে আশা জুগিয়েছিলেন তিনি। যদিও, প্রাথমিকভাবে, শালবনিতে এই কারখানা নির্মাণের ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। তবে, আপাতত এই প্রস্তাবিত কারখানার জায়গা পরিবর্তন করা হচ্ছে।

ফিরে দেখা মহারাজের শালবনী স্টিল প্লান্টের ইতিহাস

এই কারখানা নির্মাণের পর এলাকায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্প গড়তে রাজ্য সরকার ১ টাকা মূল্যে প্রায় ৩৫০ একর জমি লিজ়ে দেবে শিল্পোন্নয়ন নিগমকে। আগামী দিনে সৌরভদের সংস্থাকে ওই জমিই দেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল।

Sourav Ganguly on Virat Kohli: বিরাটই জেতাবে বিশ্বকাপ, কিং কোহলিকে নিয়ে বড় মন্তব্য মহারাজের
উল্লেখ্য, ২০০৮ সালে গড়বেতায় শুরু হয়েছিল জমি অধিগ্রহণ। গড়বেতা-৩ ব্লকের নয়াবসত এবং সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের ৬টি মৌজায় প্রায় ৪৫০ একরে গড়ে উঠেছিল প্রয়াগ ফিল্মসিটি। তবে, বেআইনি অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রয়াগের দুই কর্ণধার। এরপরেই ফিল্মসিটি নির্মাণের বিষয়টি আর এগোয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *