জানা যাচ্ছে, গড়বেতা ৩ ব্লকের চন্দ্রকোনা রোডে এই কারখানা নির্মাণ করা হতে পারে। সেখানকার স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গড়বেতাতেই সৌরভের কারখানা হবে। যদিও, এ ব্যাপারে জেলাশাসক খুরশিদ আলী কাদেরী জানিয়েছেন, এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁদের কাছে কোনও সংবাদ আসেনি। সংবাদ আসলে তিনি এ বিষয়ে কিছু জানাতে পারবেন।
স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সম্মেলনের একটি অনুষ্ঠান থেকেই এই কারখানা নির্মাণের ব্যাপারে আশা জুগিয়েছিলেন তিনি। যদিও, প্রাথমিকভাবে, শালবনিতে এই কারখানা নির্মাণের ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। তবে, আপাতত এই প্রস্তাবিত কারখানার জায়গা পরিবর্তন করা হচ্ছে।
এই কারখানা নির্মাণের পর এলাকায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্প গড়তে রাজ্য সরকার ১ টাকা মূল্যে প্রায় ৩৫০ একর জমি লিজ়ে দেবে শিল্পোন্নয়ন নিগমকে। আগামী দিনে সৌরভদের সংস্থাকে ওই জমিই দেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল।
উল্লেখ্য, ২০০৮ সালে গড়বেতায় শুরু হয়েছিল জমি অধিগ্রহণ। গড়বেতা-৩ ব্লকের নয়াবসত এবং সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের ৬টি মৌজায় প্রায় ৪৫০ একরে গড়ে উঠেছিল প্রয়াগ ফিল্মসিটি। তবে, বেআইনি অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রয়াগের দুই কর্ণধার। এরপরেই ফিল্মসিটি নির্মাণের বিষয়টি আর এগোয়নি।