আলিপুরদুয়ার দখল রাখল বিজেপি। ২০১৯ সালের মতো এ বছরও ৭৫ হাজারের বেশি ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী। এই কেন্দ্রকে বিজেপি নিজেদের অন্যতম শক্ত ঘাঁটি বলেই মনে করে। এবার যদিও বিজেপি বিদায়ী সাংসদ জন বার্লাকে টিকিট দেয়নি। দলের অন্দরে কান পাতলেই শোনা যায়, তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ ছিল। বিজেপি নেতা মনোজ টিগ্গাকে এবার গেরুয়া শিবির প্রার্থী করেছিল। অন্য়দিকে, তৃণমূল লড়াইয়ে নামিয়েছে প্রকাশ চিক বরাইকে। কিন্তু, শেষ অবধি তৃণমূল প্রার্থী সেভাবে দাগ কাটতে পারল না।এদিন দুপুরের মধ্যেই মনোজ টিগ্গার জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। এরপরই তাঁর বাড়িতে এবং বীরপাড়ার পার্টি অফিসে আবির খেলা শুরু হয়ে যায়। এই আসনে লড়াই যদিও সহজ ছিল না মনোজের জন্য। প্রার্থী হতে না পেরে মনোজের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছিলেন বিদায়ী সাংসদ জন বার্লা। মনোজের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছিলেন তিনি। প্রচারেও তাঁকে সেভাবে দেখা যায়নি। নিজস্ব ক্যারিশ্মায় সবটা সামলে জয় হাসিল করেন তিনি।
২০২৪ সালের ফল
২০২৪ সালের ফল
প্রার্থীর নাম | দলের নাম | প্রাপ্ত ভোট |
মনোজ টিগ্গা | বিজেপি | ৬,৯৫,৩১৪ |
প্রকাশ চিক বরাইক | তৃণমূল | ৬,১৯, ৮৬৭ |
মিলি ওরাওঁ | আরএসপি | ৩৯,৭০৯ |
উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে টানা ১০ বার এই কেন্দ্র বামফ্রন্টের শরিক আরএসপির দখলে ছিল। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ২০১৪ সালে আরএসপি-কে হারিয়ে তৃণমূলের দশরথ তিরকে জয়ী হন। ২০১৯ সালে বিজেপি প্রার্থী জন বার্লা ভালো ভোট নিয়ে জয় লাভ করেন এই কেন্দ্রে। জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি
২০১৯ সালে কেমন ফল ছিল এই কেন্দ্রে?
প্রার্থীর নাম | দল | ভোট |
জন বার্লা | বিজেপি | ৭, ৫০, ৮০৪ |
দশরথ তিরকে | তৃণমূল | ৫, ০৬, ৮১৫ |
মিলি ওরাওঁ | আরএসপি | ৫৪,০১০ |
মোহনলাল বাসুমাতা | কংগ্রেস | ২৭,৪২৭ |
জেলা তৃণমূল নেতারা বলছেন, হারের কারণ পর্যালোচনা করা হবে।