ভোট মিটতেই নদিয়ার চাপড়ায় তৃণমূল কর্মী খুনেই ঘটনায় হইচই পড়ে গিয়েছে। নিহত তৃণমূল কর্মী মোসলেম সেখের বাড়ি চাপড়ার হাটরা গ্রামে। নদিয়ার চাপড়া থানার মাধবপুরের জয়দেব পল্লীর একটি মদের দোকানের পিছনে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। রাজনৈতিক কারণে খুন হয়ে থাকতে পারে মোসলেম বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা জেবের শেখ। তবে তার বিরুদ্ধে একাধিক দুষ্কৃতীমূলক কার্যকলাপের অভিযোগ আছে বলেও জানিয়েছেন অনেকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে মোসলেমকে বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে যায়। যেসব ব্যক্তিরা তাঁকে ডাকতে গিয়েছিল, তাঁরা সকলেই মোসলেমের পরিচিত ছিল। মোসলেম বা়ড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যুর খবর চাউর হয় গোটা এলাকায়। এরপরেই একটি মদের দোকানের পেছন থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে – এই দাবি নিয়ে এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভোট মেটার পরেই বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর উঠে এসেছে। নদিয়া জেলাতেই শান্তিপুরে এই তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠে এসেছে। নদিয়ার শান্তিপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ইন্দ্রজিৎ বিশ্বাস নামে তৃণমূলের এক যুব সভাপতির বাড়ির সামনে এই বোমাবাজির ঘটনা ঘটে। এবার নদিয়া জেলাকে চাপড়ায় সরাসরি এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটল।