সামনেই জামাইষষ্ঠী। জামাই আদরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিন কয়েক আগে থেকেই। প্রত্যেক শ্বশুর শাশুড়িই জামাই ষষ্ঠীর দিনে জামাইয়ের পাতে রাখতে চান বিশেষ কিছু চমক। এবারে সে চমক হতে পারে বিশেষ চকোলেট মিষ্টি। জামাইষষ্ঠীতে জামাই আদরে পাতে তুলে নিতে পারেন সেরার সম্মান প্রাপ্ত চকোলেট পোহা পিঠে। অশোকনগরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী দীপক পাল এই মিষ্টি তৈরির জন্য কারিগর রত্ন সম্মান পেয়েছেন। এবার জামাইষষ্ঠীতে তার দোকানে মিলছে স্পেশাল চকলেট পোহা পিঠে মিষ্টি আর চকোলেট লাড্ডু। জামাইয়ের মিষ্টি মুখে এর থেকে আদর্শ আর কী হতে পারে। এই বিশেষ চকোলেট মিষ্টি যারা চেখে দেখেছেন, তারাই মজেছেন। বিশেষ মিষ্টি তো বোঝা গেল, দাম কেমন? আসুন জেনে নেওয়া যাক ভিডিয়োতে।