শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদায় প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য ১ থেকে ৫ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছিল। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। শিয়ালদা স্টেশন বন্ধ থাকার কারণে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। কিছু ট্রেনকে কলকাতা স্টেশনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। যার জেরে বিধাননগর বা শিয়ালদায় যাওয়ার উদ্দেশে যারা বেরিয়েছিলেন তাদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। সপ্তাহের প্রথম দিন সোমবার বদলালো কি সেই ছবি? কী বলছেন যাত্রীরা? প্রসঙ্গত, প্রতিদিন শিয়ালদা শাখায় অসংখ্য মানুষ যাতায়াত করেন। অফিস টাইমে বাদুরঝোলার পরিস্থিতি তৈরি হয়। ট্রেনে ঝুলতে ঝুলতেই যেতে হয় যাত্রীদের। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই সমস্ত ট্রেন ১২ কোচের করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এতে মনে করা হচ্ছে অফিস টাইমে ভিড় কিছুটা হলেও কম হবে। ১২ কোচের ট্রেনের জন্য় উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরির জন্যই বন্ধ রাখা হয়েছিল শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম।