Saumitra Khan Attends Jamai Shoshthi At Siliguri Watch Video


গত বছর শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। তবে এবছর আর জামাইষষ্ঠী একেবারেই মিস করলেন না সৌমিত্র খাঁ। জামাইষষ্ঠীর দিন মিষ্টির হাঁড়ি হাতে শিলিগুড়ির শ্বশুর বাড়িতে হাজির হলেন সাংসদ-জামাই সৌমিত্র খাঁ। স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছানোর আগেই এলাকার মানুষ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁকে স্বাগত জানান। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র জন্য জামাই ষষ্ঠীতে এলাহি আয়োজন করেছিলেন শাশুড়ি করুণা রায় চৌধুরী। সাংসদ জামাইকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদের পাশাপাশি নিজের হাতে তৈরী করে খাওয়ালেন শাক, পাঁচ রকমের ভাজাভুজি চিংড়ি ভাপা, কাঁচ কলার চোকলা বাঁটা, মাছ ভাজা, খাসির মাংস, চাটনী, মিষ্টি, দই ইত্যাদি। সৌমিত্রর শাশুড়ি করুণা রায়চৌধুরী জানান , জামাইয়ের পছন্দ মতো খাবারেরই আয়োজন করেছিলাম। স্ত্রীকে পাশে নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, মূলত শাশুড়িমার আব্দারেই জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে আসা। কাজের চাপতো সারা বছরই তবে এই বিশেষ একটা দিন পরিবারের সঙ্গেই কাটালেন সৌমিত্র। জমিয়ে চলল খাওয়া দাওয়া। জামাইয়ের জন্য কী স্পেশাল মেনু ছিল?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *