Wimbledon 2024,উইম্বলডনের লাইন আম্পায়ার বাংলার দুই যুবক, গর্বিত শ্রীরামপুরবাসী – saikat roy and somnath manna from serampore hooghly are the line umpire of wimbledon 2024 good news


টেনিস প্রেমীদের অন্যতম পছন্দের প্রতিযোগিতা উইম্বলডন। আর সেই উইম্বলডনেই লাইন আম্পায়ারিং করানোর জন্য লন্ডন পাড়ি দিতে চলেছেন হুগলির শ্রীরামপুরের দুই যুবক। আগামী ২০ তারিখ লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা। সেখানেই লাইন আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন হুগলির শ্রীরামপুরের সৈকত রায় ও সোমনাথ মান্না।উইম্বলডন চ্যাম্পিয়নশিপে সারা বিশ্বের তাবড় তাবড় টেনিস প্লেয়াররা প্রতিদ্বন্দ্বিতা করেন। রাফায়েল নাদাল, পিট সাম্প্রাস, ইভান ল্যান্ডল, বরিস বেকার, রজার ফেডেরার, নোভাক জকোভিচ, ভেনাস উইলিয়ামস, সেরেনা উইলিয়ামের মতো নামজাদা লন টেনিস প্লেয়ারদের লক্ষ্য থাকে উইম্বলডন মতো গ্র্যান্ড স্ল্যাম জেতার। সেই খেলা পরিচালনা করার মতো গুরু দায়িত্ব পালন করতেই লন্ডন পাড়ি দিচ্ছেন শ্রীরামপুরের এই দুই লাইন আম্পায়ার।

দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই প্রতিযোগিতায় আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। হুগলির শ্রীরামপুরে মাসির বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সৈকত রায়। প্রথম জীবনে হাত খরচ চালানোর জন্য লন টেনিসের লাইন আম্পায়ারিং করা শুরু করেন। ১৯৯৮ সালে কলকাতায় একটি প্রতিযোগিতার কাজে এসেছিলেন উইম্বলডনের মূল রেফারি জেরি আমস্ট্রং। সেখানেই জেরির সঙ্গে আলাপ হয় সৈকতের। সেই সময় আমস্ট্রংই তাঁকে অনুপ্রেরণা দেন, যাতে তিনি এই লাইন আম্পায়ারিংকেই পেশি হিসেবে গ্রহণ করেন। তারও বছর দশেক পেরিয়ে যাওয়ার পর একদিন হঠাৎই ডাক আসে লন্ডনের উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে যোগ দেওয়ার জন্য। সেই ২০১০ সালে শুরু। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সৈকত রায়কে। বারেবারেই ডাক পেয়েছেন বড় প্রতিযোগিতা পরিচালনার জন্য।

অন্যদিকে আবার ২০১১ সাল থেকে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে কাজ করে আসছেন শ্রীরামপুরের নগার বাসিন্দা সোমনাথ মান্না। তিনিও এই বছর ২০ তারিখ রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে। এই দুই লাইন আম্পায়ারের কৃতিত্বে গর্বিত গোটা শ্রীরামপুরবাসী। এই বছর উইম্বলডন শুরু হতে চলেছ আগামী ১ জুলাই। সেখানে গোটা বিশ্বের তারকা লন টেনিস প্লেয়ারদের খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন শ্রীরামপুরের সৈকত ও সোমনাথ।

আগামী মাসেই থেকে শুরু হচ্ছে উইম্বলডন। খুব স্বাভাবিকভাবেই সেই প্রতিযোগিতার দিকে নজর থাকবে সারা বিশ্বের টেনিস প্রেমীদের। তাবড় প্লেয়ারদের খেলা দেখতে টিভিতে চোখ রাখবেন দর্শকরা। আর সেই সব খেলাই পরিচলনার দায়িত্বে থাকবেন শ্রীরামপুরের এই দুই যুবক।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *