Mukutmani Adhikary: এক মুহূর্ত সময় নষ্ট নয়, প্রচারে অ্যাক্টিভ মুকুটমণি – tmc candidate mukutmoni adhikari starts campaign for ranaghat assembly bypolls watch video


লোকসভা ভোট পর্ব মিটে গিয়েছে দিন কয়েক আগেই। ফলাফলও এখন জন সমক্ষে। গঠন হয়ে গিয়েছে মন্ত্রীসভাও এবং শুরুও হতে চলেছে অধিবেশন। তবে এই নির্বাচনে অনেক পরিশ্রম করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি তিনি। তবে দল অবশ্য তাঁর উপরে ভরসা বা আস্থা কোনওটাই এখনও হারায়নি। আর তারই ফল উপনির্বাচনের প্রার্থী তালিকায় তাঁর উপস্থিতি। শুক্রবার সন্ধে থেকেই প্রচারে নেমে পরেছেন তিনি। রানাঘাট দক্ষিণ বিধানসভার কুপার্স শহরে কালীমন্দিরে পুজো দিয়ে বিধানসভা উপনির্বাচনের প্রচার শুরু করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। পাশাপাশি তিনি এ দিন সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন। কী বললেন এই প্রার্থী?





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *