Kolkata Metro Time Table On Sunday,এই রবিবার সকাল ৭টায় মিলবে প্রথম মেট্রো, ইউপিএসসির জন্য বিশেষ পদক্ষেপ – kolkata metro time table on sunday first metro will run at 7 am on 16 june for upsc examination


রবিবার ছুটির দিনে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু, ১৬ জুন ইউপিএসসি পরীক্ষা। বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন। তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য রবিবার মেট্রো পরিষেবা শুরু করার সময়ে বদল আনা হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই রবিবার অর্থাৎ ১৬ জুন সকাল ৭টা থেকে পাওয়া যাবে মেট্রো। রবিবার ছুটির দিন বাস, গাড়িও অন্যান্য দিনের তুলনায় রাস্তায় কম থাকে।যাতে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয় সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে সকাল ৯টার পরিবর্তে ৭টায়। একইভাবে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়বে সকাল ৭টায়। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। পাশাপাশি দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে।

রবিবার অপেক্ষাকৃত কম ট্রেন চলাচল করে। কিন্তু, ইউপিএসসি পরীক্ষার জন্য ট্রেনের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। ওই দিন আপ এবং ডাউন লাইনে ১৩০টির বদলে ১৩৮টি ট্রেন চলাচল করবে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণে আপ এবং ডাউন দুই লাইনেই সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করবে। তবে শেষ মেট্রোর ক্ষেত্রে সময় অপরিবর্তিত রাখা হয়েছে। এদিকে ১৭ তারিখ ইদ উল আধা। এদিন ব্লু লাইনে মেট্রো রেল ২১৪টি ট্রেন চালাবে। এর মধ্যে ১০৭টি আপ এবং ১০৭টি ডাউন।

এর মধ্যে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রোটি চলবে ৬টা ৫০ মিনিটে। এক্ষেত্রে কোনও বদল নেই। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়ার ক্ষেত্রেও সময়ের কোনও বদল নেই। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ওদিন ছাড়বে সকাল ৭টায়। এক্ষেত্রেও কোনও বদল হচ্ছে না।

হাওড়া শাখায় এই রবিতে বাড়তি লোকাল, বড় পদক্ষেপ রেলের

উল্লেখ্য, ডানকুনি এবং ডায়মন্ড হারবার শাখায় কাজ চলার জন্য গভীর রাত থেকে ভোর পর্যন্ত বেশকিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে যেহেতু গভীর রাতে কাজ হবে সেই কারণে যাত্রী হয়রানির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে পূর্ব রেল। শনিবার রাত থেকে এই কাজ শুরু হবে। ডানকুনি এবং ডায়মন্ড হারবার শাখায় কাজ করা হবে। আর এর জন্য করা হবে ‘পাওয়ার ব্লক’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *