Shraddha Kapoor Stree 2 Teaser Launch : কাল না, এসেই গেলেন স্ত্রী ২ নিয়ে শ্রদ্ধা কপুর – stree 2 teaser released in theatres with munjya screening shraddha kapoor attended the launch event watch video


২০১৮ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কপুর অভিনীত ছবি স্ত্রী। হিন্দি ছবির দুনিয়া হরর কমেডির ক্লাসরুমে এই ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। পাবলিক ডিমান্ডও ছিল সিক্যুয়েলের। অবশেষে সেই ডিমান্ড মিটতে চলেছে। মুঞ্জা ছবির স্ক্রিনিংয়ের মুক্তি পেল স্ত্রীর টিজার। অপেক্ষা আর মাত্র ২ মাসের। ফের একবার দর্শকের উত্তেজনা বাড়াতে হাজির হচ্ছে স্ত্রী। টিজার লঞ্চে দেখা মিলল শ্রদ্ধা কপুরের (Stree 2 Teaser Launch))। ম্যাডক ফিল্মস-এর প্রযোজনা, পর্দায় আরও একবার রাজকুমার রাও ও শ্রদ্ধা কপুর (Stree 2 Teaser)। থাকছেন সুপার ট্যালেন্টেড পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জী এবং অপারশক্তি খুরানা। সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বেও রয়েছেন অমর কৌশিক। আপনারা রেডি তো? ১৫ অগস্ট মুক্তি পাবে এই ছবি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *