শনি, রবি ও সোম টানা তিনদিনের ছুটির জন্যেই দিঘায় পর্যটকদের সংখ্যা বাড়বে বলে মনে করছনে হোটেল ব্যবসায়ীরা। তিন দিনের ছুটিকে হাতছাড়া করতে চাইছেন না ভ্রমণপিপাসু মানুষজন। শনিবার সকাল থেকেই বহু পর্যটক দিঘায় এসে পৌঁছেছেন। তবে এই সময় হোটেলের এসি রুমই পছন্দ করছেন পর্যটকরা। ফলে হোটেলের রুম পেতে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের।
আগে থেকেই অনলাইনে হোটেলের এসি রুম প্রায় সব বুক হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। যাঁরা দিঘায় এসে হোটেল বুক করার চেস্টা করছেন তাঁদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। এই সুযোগে কিছু কিছু হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত রুমের ভাড়া নেওয়ার অভিযোগ করছেন পর্যটকেরা। আর পাঁচটা দিনে এসি রুমের ভাড়া যা ছিল এখন অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে।
দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, ‘জামাই ষষ্ঠীর সময় ভালোই পর্যটক ছিল। ভালো ব্যবসা হয়েছে। স্কুল-কলেজ খুলে যাওয়ায় কিছুটা কমে গিয়েছিল। কিন্তু শনি, রবি ও সোম তিনদিন টানা ছুটি রয়েছে। ফলে পর্যটকের সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।’
হোটেল ব্যবসায়ীদের দাবি, যাঁরাই আসছেন এসি রুম এবং সুইমিং পুল থাকা হোটেলগুলিকেই বেছে নিচ্ছেন। হোটেলের বুকিং ভালোই রয়েছে। সঙ্গে বিকেলের পর থেকে রাত্রি পর্যন্ত সমুদ্র পাড়ে ব্যবসায়ীদের ব্যবসা ভালো হচ্ছে। হোটেলের অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রসঙ্গে বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন বলেন, ‘কিছু কিছু হোটেল হয়তো এই ধরনে কাজ করছে। তবে বেশিরভাগটাই সরকারি নিয়ম মেনেই ভাড়া নিচ্ছে।’
ভাড়া বেশি নিলেও গরমের হাত থেকে নিস্তার পেতে হোটেলের এসি রুমই বুকিং সব থেকে বেশি। হোটেলের এসি রুমে সময় কাটানো, দীর্ঘ সময় সমুদ্রের জলে স্নানে মত্ত হওয়ার পাশাপাশি সুইমিং পুলে নিজেদের শরীরকে স্বস্তি দিতে সময় কাটাচ্ছেন পর্যটকেরা।