এখানে একমাত্র আইআইটি খড়্গপুরের মেডিক্যাল কলেজটিই সরকারি, বাকি সাতটিই বেসরকারি। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় দু’টি করে এবং পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে একটি করে কলেজ। এরই পাশাপাশি, সারা দেশে ৫৮টি মেডিক্যাল কলেজে বাড়ছে আসন সংখ্যা।
রাজ্যেরও সাতটি চালু মেডিক্যাল কলেজে বাড়ছে এমবিবিএসের আসন। ফলে আগামী শিক্ষাবর্ষে রাজ্যে এমবিবিএস আসন বেড়ে ছ’হাজার ছুঁইছুঁই হতে চলেছে। দেশে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ১ লক্ষ ১৮ হাজার। বাংলায় এই মুহূর্তে ২৯টি সরকারি ও ৭টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। আগামী শিক্ষাবর্ষে এই সংখ্যাটাই বেড়ে দাঁড়াবে যথাক্রমে ৩০ ও ১৪।
স্নাতকস্তরে ডাক্তারি পড়ুয়া ভর্তিতে বঙ্গে যে নতুন মেডিক্যাল কলেজগুলি ছাড়পত্র পেয়েছে, সেগুলি হলো–খড়্গপুরে ডা. বিসি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার (আইআইটি), পুরুলিয়ায় ভারত মেডিক্যাল কলেজ, পূর্ব বর্ধমানে ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, অশোকনগরে এমআর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, নিউটাউনে পিকেজি মেডিক্যাল কলেজ, রানাঘাটে মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, কৃষ্ণনগরে ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং রঘুনাথগঞ্জে জাকির হোসেন মেডিক্যাল কলেজ।
এমবিবিএসে আসন বাড়ছে মুর্শিদাবাদ মেডিক্যাল, মালদহ মেডিক্যাল, কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল, জোকার ইএসআই মেডিক্যাল কলেজ, যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ এবং দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও সনকা মেডিক্যাল কলেজে।