Durga Puja 2024 : দুর্গাপুজোর ঢাকে কাঠি, বলাগড়ে হাজির কাতারের ৩২ লাখি ‘চাঁদ’ – durga puja 2024 khuti puja starts at balagarh jirat adi baroyari here is the details of theme pandel budget


বাঙালির বারো মাসে তেরো পার্বণ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব সমাপ্ত হয়েছে। তারপরেই শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম হল এই দুর্গাপুজো। ক্যালেন্ডারের পাতায় আষাঢ় মাস , কিন্ত দক্ষিণবঙ্গে দেখা নেই বর্ষার। তবে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। দুর্গা পুজোকে কেন্দ্র করে শুধু বাঙালি নয় অবাঙালিরাও মেতে ওঠেন একেবারে উৎসাহের জোয়ারে (Durga Puja 2024 News)। ইতিমধ্যেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উৎসবের বাকি আর অল্প কিছুদিন। উৎসবের সূচনায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদীয়া উৎসব শুরু হল জিরাট আদি বারোয়ারিতে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে পুজোর থিম। বাজেট প্রায় ৩২ লাখ টাকা। এই বারোয়ারি পুজো আর পাঁচটা পুজোর থেকে একদম আলাদা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *