বাড়ি লাগোয়া পুকুর থেকে শুরু করে রয়েছে রাত্রিবাসের জন্য আলাদা ব্যবস্থা। গরমে অনেকেই ঘুরতে আসছেন সেই জায়গায়। বাড়ির জন্মদিন থেকে ছোটখাটো অনুষ্ঠানও সারা সম্ভব এই বাগানবাড়িতে। সবটাই নিজের হাতে সামলান শিবু ঘোষ।
তাঁর এই ভিডিয়োটি কিছুটা ওই বাগানবাড়ির প্রোমোশনের জন্যও তৈরি। যখন থেকে তাঁর ভাতের থালা হাতে পুকুরে ডুব দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে তখন থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এই ‘বেলাস গার্ডেন’ নামক বাগানবাড়িটিতে। বন্ধুদের নিয়ে ঘুরে আসার বন্দোবস্ত থাকছে এই জায়গায়। শিবুর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই ভিড় বেড়েছে এই বাগানবাড়িতে।
আর যাকে নিয়ে এত চর্চা, কী বলছেন সেই শিবু? তিনি বলেন, ‘যেদিন এই ভিডিয়োটি করি সেদিন অসহ্য গরম ছিল। তাই আর সাত পাঁচ না ভেবেই ভাতের থালা হাতে পুকুরে নেমে পড়ি। সেই মুহূর্তের ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে তাঁর বাগান বাড়িতে এসে থাকতে চায়ছেন বলে জানান শিবু। তাঁর কথায়, ‘কেউ কেউ বলছেন তাঁরা এখানে আসতে চান। খাওয়া-দাওয়া করতে চান। আমি সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে।’
রাতারাতি এই ভাইরাল ফেম বিস্তর উপভোগ করছেন এই প্রবীণ। তিনি কার্যত খুশি। জানান, অতর্কিতেই এই ভিডিয়ো করা হয়েছিল। তা যে এভাবে ভাইরাল হবে, কোনওদিন ভাবেননি তিনি।