West Bengal Trending News,এক বুক জলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া! গরম এড়ানোর ‘নিনজা টেকনিক’-এ ভাইরাল শিবু – ashok nagar resident sibu ghosh explains why he jump in the pond with food


গত কয়েকদিন ধরেই গরমে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভাতের থালা হাতেই পুকুরে নেমে পড়েছেন এক প্রবীণ। ডুব দিতে দিতেই খাচ্ছেন তিনি। তাঁর কৌতুকভরা মন্তব্য, ‘সকলের বাড়িতে এসি রয়েছে। আমার বাড়িতে নেই। তাই ডুব দিতে দিতে খাই।’ আর এই অবস্থায় রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়াতে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।কিন্তু, ওই ব্যক্তি কে? কেন এই ধরনের কাণ্ড বাঁধালেন তিনি? তা নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে কৌতুহলের শেষ নেই। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শিবু ঘোষ। তিনি অশোকনগরের বাসিন্দা। গরমে রীতিমতো নাকানি চোবানি অবস্থা হয়েছিল তাঁর। অশোকনগর থানার ঢিল ছড়া দূরত্বে নিজের জায়গাতেই একটি বাগানবাড়ি তৈরি করেছেন তাঁরা।

বাড়ি লাগোয়া পুকুর থেকে শুরু করে রয়েছে রাত্রিবাসের জন্য আলাদা ব্যবস্থা। গরমে অনেকেই ঘুরতে আসছেন সেই জায়গায়। বাড়ির জন্মদিন থেকে ছোটখাটো অনুষ্ঠানও সারা সম্ভব এই বাগানবাড়িতে। সবটাই নিজের হাতে সামলান শিবু ঘোষ।

তাঁর এই ভিডিয়োটি কিছুটা ওই বাগানবাড়ির প্রোমোশনের জন্যও তৈরি। যখন থেকে তাঁর ভাতের থালা হাতে পুকুরে ডুব দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে তখন থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এই ‘বেলাস গার্ডেন’ নামক বাগানবাড়িটিতে। বন্ধুদের নিয়ে ঘুরে আসার বন্দোবস্ত থাকছে এই জায়গায়। শিবুর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই ভিড় বেড়েছে এই বাগানবাড়িতে।

আর যাকে নিয়ে এত চর্চা, কী বলছেন সেই শিবু? তিনি বলেন, ‘যেদিন এই ভিডিয়োটি করি সেদিন অসহ্য গরম ছিল। তাই আর সাত পাঁচ না ভেবেই ভাতের থালা হাতে পুকুরে নেমে পড়ি। সেই মুহূর্তের ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে তাঁর বাগান বাড়িতে এসে থাকতে চায়ছেন বলে জানান শিবু। তাঁর কথায়, ‘কেউ কেউ বলছেন তাঁরা এখানে আসতে চান। খাওয়া-দাওয়া করতে চান। আমি সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে।’

Haris Rauf Viral Video : ‘পরিবারের কথা উঠলে…’, মারপিঠের ভিডিয়ো ভাইরাল হতেই সাফাই রউফের

রাতারাতি এই ভাইরাল ফেম বিস্তর উপভোগ করছেন এই প্রবীণ। তিনি কার্যত খুশি। জানান, অতর্কিতেই এই ভিডিয়ো করা হয়েছিল। তা যে এভাবে ভাইরাল হবে, কোনওদিন ভাবেননি তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *