এদিকে কয়েকদিন আগে পর্যন্তও মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল ইলিশ। দামের ছ্যাঁকায় হাত পুড়ত মধ্যবিত্তের। কিন্তু, মৎস্যজীবীদের জালে ইলিশ পড়লে দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসবে বলে মনে করা হচ্ছে। এখন বাজারে ১ কেজি ইলিশের দাম ১৪০০ টাকা। এই দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। আরও ইলিশ বাজারে এলে দাম কমার একটা সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন মৎস্য ব্যবসায়ীরা।
অন্যদিকে, বাজারে ইলিশ আসায় স্বাভাবিকভাবেই খুশি ক্রেতারা। অলোক দাস নামক এক ক্রেতা বলেন, ‘মরসুমের প্রথম ইলিশ। বাঙালি মানেই ইলিশের প্রতি আলাদা দুর্বলতা থাকে। কিন্তু, দামটা এখনও বেশি। যদি একটু কমে সেক্ষেত্রে নাগালের মধ্যে পাওয়া সম্ভব হবে। আমি অত্যন্ত খুশি। আজ পকেটের উপর চাপ পড়লেও বাড়ির সকলের জন্য ইলিশ নিয়ে যাব। আশা করছি ভবিষ্যতে দাম কিছুটা হলেও কমবে।’ মরসুমের প্রথম ইলিশ কেনার জন্য কার্যত হিড়িক পড়ে গিয়েছে ক্রেতাদের।
উল্লেখ্য, কয়েকদিন আগে পর্যন্ত ইলিশের দাম ছিল মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। এমনকী, জামাইষষ্ঠীর সময়ও ইলিশের দাম ছিল আগুন। দিঘা মাছ বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘যেহেতু মাছ ধরা বন্ধ ছিল, তাই সেভাবে ইলিশ পাওয়া যাচ্ছিল না বাজারে। যে ইলিশগুলি আসছিল তার দাম অনেকটাই বেশি। সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে অনেককেই হতাশ হয়ে ফিরতে হচ্ছিল।’