সোমবার রাঙাপানির কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মারে একটি মালগাড়ি। ভয়ঙ্কর সেই ঘটনার প্রায় এক সপ্তাহ হতে চলল। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু ১১ জনের। আহত বহু। সেই আহতদের মধ্যেই ছিলেন ধনেখালির বাসিন্দা তন্ময় ঘোষ। শরীরের সঙ্গে সঙ্গে মনেও বড় ক্ষত তন্ময়ের। পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কা প্রথমে লাগে ট্রেনটির লাগেজ ভ্যানে। সেই কামরার পর তৃতীয় নম্বর জেনারেল কামরায় ছিলেন তন্ময় ঘোষ। হঠাৎই জোরে একটি ঝাঁকুনি দেয় তারপর ট্রেনটি লাইন থেকে নেমে যায় তারপর আর কিছু বুঝতে পারেনি কেউ। দুর্ঘটনায় আহত তন্ময় শুধু নিজে বেঁচে ফেরেননি বরং আরও অনেককে দিয়েছেন বাঁচার আলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আহত তন্ময়ের সঙ্গে দেখা করেন ধনিয়াখালির বিধায়ক। তন্ময়ের বাড়িতে আসেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র।