রাস্তা দখল করে ব্যবসা করায় দিঘার আগত পর্যটকদের যাতায়াতের ভীষণ সমস্যা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। ভিন রাজ্য শুধু নয়, ভিন দেশের বহু পর্যটক সৈকত নগরী দিঘায় বেড়াতে আসেন। রাস্তার দু’ধারে যত্রতত্র অবৈধভাবে জায়গা দখল করে যে সমস্ত হকাররা বসেছে তাঁদের দীর্ঘদিন ধরে সরে যাওয়ার জন্য বলা হলেও তাঁরা কোনও গুরত্ব দেয়নি। সেই কারণেই এহেন কড়া পদক্ষেপ নিল প্রশাসন।
এই প্রসঙ্গে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হেড ক্লার্ক চন্দন কর্মকার বলেন, ‘দিঘায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আগে থেকে ব্যবসায়ীদের জানানো হয়েছিল। তাঁরা কোনও নির্দেশ মান্যতা দেয়নি।’ সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এক শ্রেণির আমলা এবং পুলিশ কর্তাদের নিয়ে গত সপ্তাহে বৈঠক করেছিলেন তিনি। কোন এলাকায় কত সরকারি জমি রয়েছে, সেগুলি কী অবস্থায় রয়েছে, সে বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়।
গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় দেখা যায় জেলা শাসকের দফতরের আশেপাশে যে সমস্ত অস্থায়ী দোকান রয়েছে সমস্ত দোকান সরিয়ে নিচ্ছেন দোকানদারেরা। অস্থায়ী দোকানদারেরা জানান, তারা প্রায় সাড়ে তিন বছর ধরে এই জেলা শাসকের দফতরের পাশে অস্থায়ী দোকান করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু জেলাশাসক নির্দেশ দিয়েছেন এই অস্থায়ী দোকান রাখা যাবে না, তাই দোকানদারেরা ঐক্যবদ্ধ হয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করবেন এমনটাই জানান দোকানদারেরা। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক বলেন, ‘দ্রুত দোকানঘর সরিয়ে না নিলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’