TMC Joining : কেষ্টগড়ে ফের বিজেপিতে ভাঙন, শক্তি বাড়াল তৃণমূল – around 150 bjp worker with booth president joined trinamool in birbhum siuri watch video


লোকসভা ভোটের পর বিজেপিতে ভাঙন অব্যাহত। দুই জন সদস্যের পর আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন করিধ্যা গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা, বুথ সভাপতি সহ প্রায় দেড়শ জন বিজেপি কর্মী। বিজেপি স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত এই পঞ্চায়েতে এখন তৃণমূল সদস্যের সংখ্যা হয়ে দাঁড়াল ১১ অন্যদিকে বিজেপির ৬। স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত এই পঞ্চায়েতে তৃণমূল কবে নতুন বোর্ড গঠন করে সেটাই এখন দেখার। প্রসঙ্গত, ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা গ্রাম পঞ্চায়েতের সতেরোটি আসনের মধ্যে নয়টি পেয়েছিল বিজেপি এবং আটটি পেয়েছিল তৃণমূল। পঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল বিজেপি। বিজেপির গড় বলে পরিচিত এই করিধ্যা পঞ্চায়েতেই এখন বিজেপিতে ভাঙন অব্যাহত। বেশ কয়েকদিন আগেই এই করিধ্যা পঞ্চায়েতের ৯ জন বিজেপি সদস্যের মধ্যে উপ-প্রধানসহ একজন সদস্য বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *