ট্রেনে উঠলেন তারপরে গন্তব্যে পৌঁছেই নেমে গেলেন ট্রেন থেকে। অথচ ফ্যান লাইট জ্বলেই যাচ্ছে। হামেশাই দেখা যায় এই ছবি। এর ফলে বিদ্যুতের অপচয় হওয়ার পাশাপাশি স্বাভাবিক ভাবেই বিল বাড়ছে রেলের। তাই এই সমস্যার সমাধান করতেই বিশেষ উদ্যোগ নিল এবার রেল। যাত্রীদের কাছে অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে শেষ স্টেশনে নামার আগে লাইট ও পাখা বন্ধ করে দেওয়ার। ট্রেনকেও বাড়ির মতো ভাবতে বলা হচ্ছে। যেরম ভাবে বাড়ি থেকে কোথাও যাওয়ার আগে লাইট ও পাখা বন্ধ করে যাওয়া হয় সেরমই ট্রেন থেকে নামার আগেও যদি যাত্রীরা করেন তাহলে অনেকাংশে বিদ্যুত বাঁচবে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।