সামনে চলে এসেছে KALKI 2898 AD-র প্রথম দিনের বক্স অফিস কালেকশনের অঙ্ক। আর প্রথম দিনেই ইতিহাস গড়ে ফেলল এই ছবি। নাগ অশ্বিনের পরিচালনায় অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাডুকোন, কমল হাসান অভিনীত এই ছবি ঘিরে দর্শকের মধ্যে উত্তেজনা ছিলই। আর সেই উত্তেজনার ঢেউ আছড়ে পড়ল বক্স অফিসে। sacnilk.com-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই সায়েন্স ফিকশনটি ভারতেই আয় করেছে ৯৫ কোটি টাকা। হ্যাঁ, সব ভাষা মিলিয়ে। কোআর যাঁরা বক্স অফিসের হাইয়েস্ট গ্রসারের ট্র্যাক রাখেন, তাঁরা এতক্ষণে বিলক্ষণ বুঝে গেছেন কোন রেকর্ড ভেঙে ফেলেছে KALKI 2898 AD? ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ছবি জওয়ানের ওপেনিং ডে কালেকশনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে কল্কি। ঠিক কতটা? বেশ তার হিসেবও দিচ্ছি। জওয়ানের ওপেনিং ডে কালেকশন ছিল ৬৫.৫ কোটি টাকা। তিনটি ভাষায় মুক্তি পাওয়া এই ছবির ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন ছিল ১২৯.৬ কোটি টাকা! এ ক্ষেত্রেও জওয়ানকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে KALKI। সারা বিশ্বজুড়ে প্রথম দিনে ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি টাকা।