অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি নামল। প্যাচপ্যাচে গরম জ্বালা সহ্য করতে করতে নাজেহাল অবস্থা হয়েছিল কলকাতা শহরবাসীর। এর মধ্যে ক্ষণিকের বৃষ্টি কিছুটা কার্যত স্বস্তি দিল শহরবাসীকে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলিতে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন বৃষ্টি লক্ষ্য করা যায় বলে জন যায়। জিডিও, কলকাতা সহ শহরতলিতে এখনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। অবশেষে স্বস্তির বৃষ্টি তিলোত্তমায়। দীর্ঘ অপেক্ষার পর ক্ষণিকের জন্য ভিজল কলকাতা শহর আর তাতেই গরম এক ধাক্কায় কমল অনেকখানি। বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। বেলা গড়াতেই বৃষ্টি নাকে শহরের বিভিন্ন অংশে। জ্বালাপোড়া গরম থেকে নিস্তার পান কলকাতার বাসিন্দারা।