Hooghly Jewellery Shop Robbery : ক্রেতা সেজে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট! – hooghly gold jewellery shop theft incident chanditala police starts investigation for details watch the video


মাদুলি কিনতে ক্রেতা সেজে দোকানে ঢুকে গহনার বাক্স নিয়েই চম্পট দিল দুই দুষ্কৃতি। চন্ডীতলার বরতাজপুরে একটি সোনার দোকানে এমনই ঘটনা দেখা গেল। সিসিটিভির ফুটেজে গহনার বাক্স হাতানোর দৃশ্য ধরা পড়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চন্ডীতলা থানার পুলিশ। শনিবার দুপুরে দোকান বন্ধ করার সময় দুই ব্যক্তি ক্রেতা সেজে দোকানে ঢোকে বলে খবর মিলেছে। আর দোকান সেসময় ফাঁকাই ছিল। সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। একজন দোকানে থাকা মালিকের ছেলেকে বলে রূপার মাদুলি দেখাতে। তারপর একটার পর একটা গহনা দেখতে চায়। অপর জন দোকানের গেটের সামনে বসে থাকে। দোকান শেখ মালিক জাকির হোসেন সেসময় দোকানে ছিলেন না ,তার ছেলে সেখ জিশান একাই ছিলেন দোকানে বলে জানা গিয়েছে। ড্রয়ার খুলে গহনা দেখাতে থাকে শেখ জিশান। সে কিছু বোঝার আগেই দোকানের ড্রয়ারে হাত ঢুকিয়ে গহনার বাক্স হাতিয়ে নির্দ্বিধায় চম্পট দেয় দুই দুষ্কৃতী। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *