Mala Bodol Exclusive : মালাবদলের আগেই ঋতুর সঙ্গে দু-চার কথা – bengali new serial mala bodol starred by biswajit ghosh and ritu pyne behind the scene watch exclusive video


ছোট পর্দায় ফের মেগা কামব্যাক অভিনেতা বিশ্বজিত্ ঘোষের। আরও আছে, এই সিরিয়ালের রাশ আরও একবার স্বর্ণেন্দু সমাদ্দারের হাতে। ফলে মালাবদল নিয়ে দর্শকের মনেও বাড়ছে উত্সাহ, উত্তেজনা। আর এবার বিশ্বজিতের বিপরীতে প্রায় নবাগতা ঋতু। আড্ডা জমল সেটেই। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এই নতুন ধারাবাহিকটি পরিচালনা করছেন। অভিনেত্রী ঋতু পাইন ধারাবাহিকে ‘ঘটক দিদি’ দিতিপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন। নিজে অবিবাহিত হলেও তাঁর পেশা ঘটকালি করা। অন্যদিকে, ‘খেলনাবাড়ি’ খ্যাত বিশ্বজিৎ ঘোষ ডিভোর্স লইয়ার কাব্যর চরিত্রে অভিনয় করছেন। খুব অল্প সময়ের মধ্যেই জি বাংলার পর্দায় পরপর শুরু হয়েছে একের পর এক নতুন সিরিয়াল। যাই হক, নবাগতা ঋতুর সঙ্গে কী কথা বললাম আমরা? কীভাবে হয় শ্যুটিং? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *