Vande Bharat Express,রেল লাইনে ধস, মালদায় আধ ঘণ্টা আটকে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস – vande bharat express stuck near malda for landslide in railway track


রেল লাইনে ধসের কারণে আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। রেল লাইনে ধসের কারণে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। ঘটনা মালদায়। রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর রেল লাইনে মেরামতির কাজের পর রেল চলাচল স্বাভাবিক হয়।জানা গিয়েছে, মালদা জেলায় গৌড়মালদা ও জামিরঘাটা স্টেশনের মাঝখানে রেল লাইনে ধস নামে। প্রবল বৃষ্টির কারণেই রেল লাইনে ধস নামে বলে জানা গিয়েছে। সেখানেই আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেস। শুধু বন্দে ভারত এক্সপ্রেস নয়, আটকে যায় মালদা নগরদীপ এক্সপ্রেস। দ্রুত খবর পাঠানো হয় রেলের আধিকারিকদের। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন রেলের আধিকারিকরা। মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম এম বিকাশ চৌবে নিজেও ঘটনাস্থলে যান।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, রেলের গ্যাংম্যানরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। এরপরেই সংশ্লিষ্ট আধিকারিকদের খবর দেওয়া হয় দ্রুত। ওই লাইন দিয়ে তখন ফিরছে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। এর পাশাপাশি মালদা নগরদীপ এক্সপ্রেস ওই লাইন দিয়ে ফেরার কথা। তবে, লাইনে ধসের কারণে এই দুটি ট্রেনকে আটকে দেওয়া হয়।

Vande Bharat Express: বন্দে ভারতে বিকল এসি, জল পড়ার অভিযোগ!

রেল লাইন মেরামতির কাজ শুরু হয় দ্রুত। রেল সূত্রে জানা গিয়েছে, আধ ঘণ্টার মতো বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। রেল লাইনে মেরামতির পর অবশেষে হাওড়ার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানান, আপাতত রেল লাইনের ধস মেরামতির কাজটি শেষ হয়েছে। রেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে। রেল লাইনে ধসের কারণে এর আগেও একাধিকবার রেল পরিষেবা ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন অংশে মুষল ধারে বৃর্ষ্টিপাত চলেছে। প্রবল বৃষ্টিপাতের কারণে মাটি আলগা হয়েই রেল লাইনেই কিছুটা অংশ ধসে যায়। তবে, আধ ঘন্টা দেরি হওয়ায় দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের।

জুলাইয়ে সপ্তাহে দু’দিন কলকাতা-দিঘা স্পেশ্যাল ট্রেন, জেনে নিন সময়সূচি
প্রসঙ্গত, কয়েক মাস আগেই শিয়ালদা লাইনে ধসের কারণে রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল। শিয়ালদা ও নৈহাটি শাখায় ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে এই মাটি ধসে যাওয়ায় বিপত্তি ঘটেছিল। বৃষ্টির কারণেই মাটি ধসে যায়। কাঁকুড়গাছি কেবিন ও বিধাননগর রোড স্টেশনের মাঝে আপ সাবার্ন লাইনে ধস নামার বিষয়টি নজরে পড়তেই দ্রুত মেরামতির ব্যবস্থা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *