Rajarhat : বাড়ির সামনেই মদ্যপান রাজারহাটে, প্রতিবাদ করতেই মারধর, আক্রান্ত শিশুও – man allegedly beaten for protesting drinking liquor openly at rajarhat police station area


বাড়ির সামনে চলছে মদ্যপান। মহিলা, শিশু সহ গোটা পরিবারকে নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন রাজারহাটের বাসিন্দা কুশল চক্রবর্তী। ঘটনার প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, এরপরেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। বাদ যায়নি বাড়ির মহিলা এবং ছয় বছরের শিশুও। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে রাজারহাট থানায়।ঘটনাটি ঘটেছে রাজারহাটের ভাতুরিয়া এলাকায়। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবারের। মহিলা এবং ৬ বছরের শিশু সহ ৫ সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ স্থানীয় হীরক মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে রাজারহাট ভাতুড়িয়া এলাকায় বাড়ির সামনে বসে ছিল মদের আসর। প্রতিবাদ করাতে আক্রান্ত গোটা পরিবার। মদ্যপ দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খান কুশল চক্রবর্তী এবং তাঁর পরিবার।

দুষ্কৃতী দলের মারধরে আহত হন মহিলা এবং শিশু সহ প্রতিবাদী পরিবারের পাঁচ সদস্য। মহিলা সদস্যদের উপর শারীরিক হেনস্তার অভিযোগ তোলা হয়েছে। রবিবার রাতে রাজারহাটের অভিযুক্ত হীরক মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন তাণ্ডব চালায় বলে অভিযোগ। রাতেই আক্রান্ত কুশল চক্রবর্তী এবং তাঁর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাজারহাট থানায় আসে।

যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তিনি স্থানীয় এক তৃণমূল নেতা কল্যাণ বোধের ঘনিষ্ঠ বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজারহাটের তৃণমূল নেতা কল্যাণ লোধ বলেন, ‘আমার খুড়তুতো শ্যালক। তাঁর দায়িত্ব তো আর আমি নিতে পারছি না। কে কোথায় মদ খেয়ে কী করে বেড়াবে, অন্যায় করে আইনত পদক্ষেপ করবেই।’

নিউ টাউনে শিশু চুরির চেষ্টা! ট্রাফিক পুলিশকর্মীর ‘হিরোইক চেজ’-এ রক্ষা
বিষয়টি নিয়ে কুশল চক্রবর্তী বলেন, ‘আমার বাবা-মাকেও মারধর করা হয়েছে। খুব অত্যাচার করা হয়েছে। আমি মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে বলব, কড়া পদক্ষেপ নিন। যাতে আমাদের পাড়ায় উৎশৃঙ্খলা বন্ধ হয়। আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।’ অভিযুক্তদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যাপারে আর্জি জানান তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *