তাঁর কি আর বাজারে চাকরির অভাব! ১২ কোটিতে কিংবদন্তির পরের স্টেশন ‘সিটি অফ জয়’?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক্কা ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ১১ বছর পর এসেছে ভারতের কোনও আইসিসি ট্রফি! বিগত পাঁচটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও বৈতরণী পার করতে পারেনি ভারত। তবে এবার রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং বার্বাডোজে ইতিহাস লিখে তেরঙা পুঁতে দিয়ে এসেছে। বিশ্বকাপের নিরিখে প্রায় ১৩ বছর পর আবার বিশ্বকাপ। আর এই কাপ এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়েই। তবে রাহুল আর ভারতের কোচ নন, দেশকে কাপ জিতিয়ে কলার তুলে দায়িত্ব ছেড়েছেন ‘দ্য় ওয়াল’! 

আরও পড়ুন: ক’ভাগে ভাগ হবে ১২৫ কোটি টাকা? জেনে নিন কে কত পাচ্ছেন…

পরিবারকে প্রাধান্য় দেবেন বলেই দ্রাবিড় আর কোচ হিসেবে থাকতে চাননি। শত অনুরোধেও তাঁকে রাখা যায়নি। দ্রাবিড়, বর্বাডোজে একদল সাংবাদিককে হাসতে হাসতে বলেছিলেন যে, কিছুদিনের মধ্য়েই তিনি বেকার হয়ে যাবেন। ফলে কোনও চাকরি থাকলে জানাতে। তবে মানুষটির নাম দ্রাবিড়। বাজারে কী আর তাঁর চাকরির অভাব হয়! এমনই হাইপ্রোফাইল যে তাঁর। এই মুহূর্তে যা খবর, গৌতম গম্ভীরের ভারতীয় দলের কোচ হওয়া শুধু সময়ের অপেক্ষা। অধিনায়ক হিসেবে কেকেআর-কে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন গম্ভীর। চলতি বছর মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েও, শ্রেয়স আইয়ারদের চ্য়াম্পিয়ন করেছেন। এবার গম্ভীর বসছেন হটসিটে। ফলে কেকেআরের মেন্টরের আসন ফাঁকা হয়ে যাচ্ছে।

এবার নাকি দ্রাবিড়কেই দেখা যাবে কেকেআরের মেন্টর হিসেবে। এমনটাই জোর খরব বাজারে। যদিও দ্রাবিড়কে কোচ হিসেবে পাওয়ার জন্য় ঝাঁপিয়েছে একাধিক ফ্র্য়াঞ্চাইজি। তবে জানা যাচ্ছে শাহরুখ খানি এক-দু’বছর নয়, দ্রাবিড়কে ১০ বছরের জন্য় কোচ করতে চাইছেন। জানা যাচ্ছে দ্রাবিড়কে নেওয়ার জন্য় নাকি ১২ কোটি টাকারই প্রস্তাব দেওয়া হবে কেকেআরের তরফে। কোচ হিসেবে দ্রাবিড় শুধু ভারতের সিনিয়র টিমকেই নয়, অনূর্ধ্ব-১৯ ও ইন্ডিয়া ‘এ’ দলের কোচিংও করিয়েছেন। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেন দ্রাবিড়। এরপর ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থান রয়্যালসের মেন্টরও ছিলেন। ফের একবার দ্রাবিড় ফিরছেন আইপিএলে! এমনটাই এখন জোর জল্পনা!

আরও পড়ুন: ‘আমি শূন্য করায় ও খুব খুশি হয়েছিল’! সেঞ্চুরির পর অভিষেককে ভিডিয়ো কল যুবির…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *