মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। মেয়ে শ্রেয়া পাণ্ডেকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দিলেন সুপ্তি। তিনি বলেন যে, ‘জীবনে এই প্রথম মনে হল নিজের জন্য কিছু করলাম’। বাইরে বেরিয়ে একসঙ্গে পোজ দিলেন হাসি মুখে। রাজ্য়ের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে আজ। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে আজ ১০ জুলাই ভোটগ্রহণ চলছে (Manicktala By Election 2024)। মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ার কথা ছিল সুপ্তি পাণ্ডের, সেখানেই সিলমোহর দিল দল। মানিকতলার তৃণমূল প্রার্থী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। এই গরমে লাগাতার প্রচার চালিয়েছেন তিনি। এবারে জীবনে প্রথমবার প্রার্থী হয়ে ভোট দিলেন তিনি। বেরিয়ে কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়োতে।