জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পর পর বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। এই নিয়ে ক্ষোভ-বিক্ষোভের অন্ত নেই। এসবের মাঝেই টিআরপিতে বড়সড় ধাক্কা। এই সপ্তাহে ‘বাংলা সেরা’র তকমা জেতার লড়াইয়ে নেমেছে জি বাংলার তিন ধারাবাহিক। নতুন ধারাবাহিক শুরু হতেই লড়াই আরও জোরদার হয়েছে। এই মুহূর্তে জি বাংলার পর্দায় তিনটি ধারাবাহিক ৪৫ মিনিট ধরে চলছে। তাই রেটিংয়ে একটু গোলমেলে হলেও প্রথম তিনে কোনওরকম বদল আসেনি। এই সপ্তাহেও প্রথম তিনে ‘ফুলকি’,‘নিম ফুলের মধু’ এবং ‘জগদ্ধাত্রী’।
আরও পড়ুন, Anant-Radhika Wedding: ৫০০০ কোটির বিয়ে অনন্ত-রাধিকার! খরচ সম্পত্তির মাত্র ০.৫ শতাংশ…
এই সপ্তাহে শীর্ষ স্থান দখল করেছে ‘ফুলকি’। এই মেগার প্রাপ্তি ৭.৬। স্লট লিডার হলেও বেঙ্গল টপার হতে না পারায় দ্বিতীয় স্থানে ‘নিম ফুলের মধু’ পেয়েছে ৭.২। ৬.৭ নম্বর পেয়ে ‘জগদ্ধাত্রী’ রয়েছে তৃতীয় স্থানে। চারে রয়েছে জি বাংলা ও স্টার জলসার দুটি মেগা যৌথভাবে। ‘কথা’ আর ‘কোন গোপনে মন ভেসেছে’। তাদের প্রাপ্ত নম্বর ৬.২।
আরও পড়ুন, Anant-Radhika Wedding: মেরুদণ্ড বিক্রি নেই! আম্বানিদের বিয়েকে ‘সার্কাস’ বলে দাগিয়ে বয়কটের পথে আলিয়া…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)