Anant Radhika Wedding Ceremony : রজনীকান্ত টু মাধুরী, অনন্ত-রাধিকার বিয়েতে দুরন্ত নাচ – anant ambani radhika merchant wedding ceremony from rajinikanth to madhuri dixit viral dance watch video


তাঁর আর সঞ্জয় দত্তের সুপারহিট সিনেমা খলনায়কের বাম্পার হিট গান চোলি কে পিছে ক্যায় হ্যায়ের সঙ্গে মাধুরী দীক্ষিতে ঠুমকা। অন্যদিকে লেহেঙ্গা চোলিতে এক্কেবারে দেশি গার্ল ইন্টারন্যাশনাল সেনসেশন কিম কার্দাশিয়ান ও তাঁর বোন। দাদা আকাশ আর বৌদি শ্লোকার উপস্থিতিতে হল অনন্তের পাগরি পরানোর আচার। টুকরো টুকরো মুহূর্তে লেন্সবন্দি থাকল। এই অনুষ্ঠানে বিনোদন জগতের পাশাপাশি বিজনেস জগতের অনেক তাবড় তাবড় লোকেরা হাজির হয়েছিলেন। শাহরুখ থেকে সলমান খান, অমিতাভ বচ্চন সহ আরও একাধিক বলি তারকা হাজির ছিলেন এদিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির ছিলেন মুকেশ আম্বানির অনুরোধে। অনন্ত রাধিকার বিয়েতে দুরন্ত নাচের ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *