আম্বানিদের আশির্বাদের অনুষ্ঠানে দেখা গিয়েছে দিশা পাটানিকে। ডিপ নেক লেহেঙ্গায় সবার নজর কেড়েছেন দিশা। তাঁর স্লিক ক্লাসি নেকলেসও কারও নজর এড়ায়নি। সব মিলিয়ে হালকা সাজেই ক্যামেরায় ধরা দিলেন বলি সুন্দরী। গ্রিন ড্রেসে এদিন দেখা গিয়েছে জ্যাকলিনকে। পোশাকের সঙ্গে মানানসই নেকলেস আর মধ্যমায় সবুজ আংটি নজর কেড়েছে সকলের। আম্বানিদের অনুষ্ঠানে একাই আমাদের ক্যামেরায় ধরা দিয়েছেন আলিয়া ভাট। তাঁর সঙ্গে এদিন দেখা যায়নি রণবীরকে। সাদা লেহেঙ্গার সঙ্গে গলায় কুনদনের নেকলেসে দেখা গিয়েছে স্নিগ্ধ আলিয়াকে।