Birbhum News : পায়ের ছাপ ঘিরে আতঙ্ক! জানুন বিস্তারিত – birbhum suri panic over unknown footprint of animal for details watch the video


অজানা পশুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়ালো সিউড়িতে। শহরবাসীর দাবি, এই পায়ের ছাপ হায়না কিম্বা অন্যকোন বন্যপ্রাণীও হতে পারে। শনিবার সকালে সিউড়ির সুভাষপল্লি এলাকায় কাঁদরের ধারে কাদার উপর কয়েকটি বড় থাবার ছাপ দেখে কার্যত আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে ওই ছাপ বাঘ কিম্বা অন্যকোন হিংস্র প্রানীর পায়ের ছাপ বলে। এরপরই সিউড়ি থানার আইসি দেবাশিস ঘোষ এবং সিউড়ির রেঞ্জ অফিসার সুদীপ মিশ্র আসেন ঘটনাস্থলে। তারা ক্ষতিয়ে দেখেন পায়ের ছাপ। সিউড়ির রেঞ্জার প্রদীপ মিশ্র জানান, ওই ছাপ বাঘের পায়ের হওয়ার সম্ভাবনা কম বলে অনুমান করা হচ্ছে। এটি বড় আকারের মেছো বিড়ালের বা বাঘরোল এর পায়ের ছাপ হতে পারে৷ তবে ছাপের ছবি তাঁরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে নিশ্চিত করে নেবেন। প্রাণীটির সন্ধানে অভিযানও চালানো হবে৷ পাশাপাশি স্থানীয়রা যাতে আতঙ্কিত না হন, তার জন্যও প্রচার করা হবে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *