একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ের কাহিনি শোনালেন ফিরহাদ হাকিম। এদিন একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে। এ দিন মানুষকে বার্তা দিলেন বিজেপির বিরুদ্ধে। লোকসভা ভোটে বিজেপি’র একক সংখ্যাগরিষ্ঠতা না-থাকায় নরেন্দ্র মোদী সরকার বেশি দিন টিকবে না বলে আগেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে কলকাতায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অখিলেশ যাদবকে পাশে নিয়ে দিল্লির মসনদ থেকে বিজেপিকে হটানোর ডাক দিলেন তৃণমূলনেত্রী। পাশাপাশি শহিদ মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন অখিলেশ যাদব। বিরোধী শিবিরের দুই বড় শরিক আগামী দিনে যে একই পথে হাঁটবেন সেটা একুশের মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন অখিলেশ যাদব–মমতা বন্দ্যোপাধ্যায়।