গঙ্গাসাগরের সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠছে। ভয়ে কাঁটা হয়ে রয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। গত দুই দিন ধরে প্রবল জলোচ্ছাস্বের কারণে তলিয়ে গিয়েছে পাড়ের একাধিক অস্থায়ী দোকান। রাজ্যের এক অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর। সেখানে রয়েছে কপিলমুনির আশ্রম। সংশয় তৈরি হয়েছে জেলা কতৃপক্ষের মনে। এমনকী সমুদ্রপাড়ে ক্রমাগত ভাঙন চলতে থাকলে এই প্রাচীন তীর্থক্ষেত্রের কী হবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। জানা গিয়েছে, জলোচ্ছ্বাসের কারণে ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। অন্যদিকে প্রশাসনের তরফে মাইকিং চালানো হচ্ছে। পাশাপাশি সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।