Dhono Dhanyo Auditorium,মুখ্যমন্ত্রী আসার আগে ধনধান্য অডিটোরিয়ামের সামনে দুর্ঘটনা, ভাঙল অস্থায়ী গেটের তোরণ – a temporary structure breaks near dhono dhanyo auditorium


বুধবার মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। কিন্তু, তা শুরুর আগেই বিপত্তি। প্রেক্ষাগৃহের মূল ফটকের সামনে একটি অস্থায়ী তোরণ ভেঙে জখম দুই জন। জানা গিয়েছে,বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য একাধিক দর্শক লাইন দিয়ে ধনধান্য অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করছিলেন। সেই সময়ে আচমকাই অস্থায়ী তোরণটি ভেঙে রাস্তায় পড়ে। ঘটনায় জখম হন দুই জন। আহতদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে সংশ্লিষ্ট অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানের জন্যই অডিটোরিয়ামের কাছে একটি অস্থায়ী তোরণ তৈরি করা হয়েছিল। সেই তোরণটি ভেঙে পড়েই ঘটেছে বিপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার প্রায় আধঘণ্টা আগে এই দুর্ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করে। আর তাতেই এই তোরণটি ভেঙে পড়ে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *