মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করতে BDO-র সাথে যৌথ ভাবে হকার উচ্ছেদ করতে পথে নামল বিজেপি ও তৃণমূল। এদিন শান্তিপুর BDO-র নেতৃত্বে শান্তিপুরের বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল ও সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সুব্রত সরকার। সূত্রের খবর, গত কিছুদিন আগে নবান্নে রাজ্যের সমস্ত জায়গায় রাস্তা দখল করে বসে থাকা হকারদের সরিয়ে রাস্তা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশকে কার্যকর করতে শান্তিপুরের BDO এর সাথে যৌথ ভাবে ফুলিয়ায় হকার উচ্ছেদে নামলো BJP ও TMC নেতারা। এদিন ফুলিয়া বাসটেন্ড থেকে রঙ্গমঞ্চ রাস্তার ফুটপাত দখল করে থাকা অস্থায়ী হকারদের দোকান তুলে নেওয়ার অনুরোধ করেন শান্তিপুর BDO।