Skip to content
টালিগঞ্জে অচলাবস্থা জারি সোমবারও। ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বে টলিপাড়ায় এই মুহূর্তে শুটিংয়ে দাঁড়ি। সোমবার শুনশান ছিল ফ্লোর, সেটে সেটে তালা পড়ে গিয়েছিল। অচলাবস্থা কাটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসেছিলেন টলিপাড়ার নবীন থেকে প্রবীণ তারকা পরিচালকরা। বৈঠকের পর কী কাটবে জট? কী বার্তা পরিচালকদের।
Source link