আলুর চাহিদা সারা বছরই থাকে। সেই আলুরই দাম বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ব্যবসা ধর্মঘটের জেরে বাজার দেখা দিয়েছিল আলুর টান। আর এই সময়েই দাম বেড়েছিল আলুর। এবার এই আলুই বিক্রি হচ্ছে হলদিয়া পুরসভায়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশে হলদিয়া পুরসভা ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। ২৮ টাকায় আলু পেয়ে কিছুটা হলেও স্বস্তি ক্রেতাদের। কিছুদিন আগেই বাজারে আলু পাওয়া যাচ্ছিল না। দাম বৃদ্ধি হতে হতে প্রায় ৪৫ – ৫০ টাকা কিলো প্রতি হয়েছিল। সেই পরিস্থিতিতে পুরসভার উদ্যোগে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি করায় সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হচ্ছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।