Neem Phooler Madhu : ‘সবাই আজ খুব খুশি’ নিম ফুলের সেটে আনন্দের বন্যা – neem phooler madhu shooting starts again actors pallavi sharma and rubel das reactions watch exclusive video


টলিপাড়ায় অবশেষে উঠল অচলাবস্থা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষমেষ ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্ব মিটল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে যে চরম জটিলতা তৈরি হয়েছিল, তাতে ইতি টানলেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে। ফের পুরনো ছন্দে ফিরছে টলিপাড়া, পুনরায় শুটিং শুরু নিম ফুলের মধু সিরিয়ালের। এই সিরিয়ালের অভিনেতা রুবেল দাস, পল্লবী শর্মা ও পরিচালক অনুপ চক্রবর্তী কী জানাচ্ছেন? আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *