Howrah Bandel Local : বৈদ্যবাটিতে ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফে আগুন, আতঙ্কিত যাত্রীরা – howrah bandel local train service disrupted due to fire seen in pantograph


ফের লোকাল ট্রেনে বিপত্তি। রবিবার সকালেই বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। এবার পশ্চিমবঙ্গে বৈদ্যবাটি স্টেশনে ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন ধরতে দেখা গেল। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।জানা গিয়েছে, রবিবার দুপুরে ডাউন ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকি বের হতে দেখেন যাত্রীরা। ধোঁয়া নির্গত হতে থাকে। বৈদ্যবাটি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটি। দুপুর পৌনে দুটো নাগাদ ঘটনাটি ঘটে। ডাউন ব্যান্ডেল লোকাল ৩৭২৪৮ বৈদ্যবাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢোকার পরেই বিষয়টি লক্ষ্য করেন যাত্রীরা।

আগুন লাগার বিষয়টি দেখতে পেয়েই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। হুড়মুড়িয়ে ট্রেন থেকে অনেক যাত্রীরা নেমে পড়েন। যদিও রিভার্স লাইন চালু থাকায় ট্রেন চলাচলে সমস্যা হয়নি। তবে ডাউন এক নম্বর লাইন বন্ধ থাকে প্রায় পঁয়ত্রিশ মিনিট বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে শেওড়াফুলি জিআরপি রেলের কর্মীরা উপস্থিত হয়। পরে ফাঁকা ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়।

Korba-Visakhapatnam Express : দাউ দাউ করে জ্বলছে কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, দেখুন ভিডিয়ো
এক ট্রেন যাত্রী বলেন, উপরে আগুনের মতো কিছু একটা জ্বলতে দেখা গিয়েছিল। এর পরে আধ ঘণ্টা মতো ট্রেন দাঁড়িয়ে যায়। ট্রেনের অন্যান্য যাত্রীরা নেমে অন্য ট্রেন ধরে চলে যায়।’ আরেক ট্রেন যাত্রী তাপস বেড়া বলেন, ‘মনে হচ্ছে ট্রেনের উপরের প্যানটোগ্রাফে শর্ট সার্কিট হয়েছে। তখন ট্রেনটি দাঁড়িয়ে পড়ে আধ ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছি।’ বিষয়টি নিয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, কী ঘটনা ঘটেছে। উল্লেখ্য, মাঝেমধ্যেই প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটে লোকাল ট্রেনে। কিছুদিন আগেই বর্ধমানে জয়পুর রেল গেট সংলগ্ন এলাকায় হঠাৎই পাণ্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যে কারণে দাঁড়িয়ে পড়ে ট্রেন। বন্ধ হয়ে যায় বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল। সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। বারবার লোকাল ট্রেন পরিষেবা নিয়ে সমস্যা হাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *