বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় তাঁরই ইচ্ছা পালনের দিকে জোর দিল বামফ্রন্ট দল ও পরিবার। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিলেন তাঁর দল ও পরিবার। আসলে বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছেমতো এনআরএসে করা হবে দেহদান। সেখানে গান স্যালুট দেওয়া সম্ভব নয়। তাই রাখা হচ্ছে না এই কর্মসূচি বলে জানিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেব। আদ্যোপান্ত সাদামাটা আড়ম্বরহীন জীবন কাটানো বলিষ্ঠ রাজনীতিবিদের শেষযাত্রাও যাতে শান্তিপূর্ণ হয় সেই প্রচেষ্টা চালাচ্ছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। এই বিষয়ে কী বলছেন মহম্মদ সেলিম? আসুন দেখে নিন এই ভিডিয়ো।