Bandel Howrah Local Train : প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! থমকাল ব্যান্ডেল-হাওড়া লোকাল, দুর্ভোগ যাত্রীদের – bandel howrah local train service disrupted for breaking pantograph


লোকাল ট্রেনে একের পর এক বিপত্তির ঘটনা। ডাউন ব্যান্ডেল লোকালে বিপত্তি। শেওড়াফুলি স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ল ট্রেন। প্যান্টোগ্রাফ ভেঙে এই বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে হাওড়ার দিকে যাত্রা করে। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে হঠাৎ প্যান্টোগ্রাফ ভেঙে যায়। প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়ে যায়। এরপরেই শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় রেল কর্মীদের। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়াররা। দ্রুত ট্রেনটিকে সচল করার ব্যবস্থা করা হচ্ছে।

তবে, ট্রেনটি দাঁড়িয়ে যাওয়ার ফলে ব্যান্ডেল-হাওড়া শাখার ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে রিভার্স লাইন দিয়ে ট্রেন চলছে ডাউনে। রেলকর্মীরা কাজ শুরু করে। আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি বলে রেলের তরফে দাবি করা হয়েছে। রেলের এক যাত্রী বলেন, ‘ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে বলে জানতে পেরেছি। প্রায় ঘণ্টা খানেক ধরে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। উত্তরপাড়া যাব, ট্রেন দাঁড়িয়ে পড়ায় অনেকটাই সমস্যায় পড়ে গেলাম।’ ছয়টা নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হয় বলে খবর।

প্রসঙ্গত, হাওড়া- ব্যান্ডেল শাখায় লোকাল ট্রেন বিপত্তির ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই বৈদ্যবাটিতে ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফে আগুনের ফুলকি দেখা যায়। যে কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। ডাউন লাইনে ট্রেন প্রায় ৩৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। ডাউন ব্যান্ডেল লোকাল ৩৭২৪৮ বৈদ্যবাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢোকার পরেই বিষয়টি লক্ষ্য করা যায়। যাত্রীদের জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করে ট্রেনটিকে খালি করে দেওয়া হয়েছিল।

Goods Train : ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি, মালদায় লাইনচ্যুত ৫টি বগি
শুক্রবারই, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনের অধীনে কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হয় একটি মালগাড়ির পাঁচটি বগি। রেল সূত্রে জানা যায়, মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাটিয়ার যাচ্ছিল। সেই সময় মালদা জেলার কুমেদপুর জংশনের কাছে ডাউন লাইনে মাল গাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *