Kolkata Police Commissioner,’গুজবে কান নয়, কাউকে সন্দেহ করলে জানান’, বার্তা পুলিশ কমিশনারের – kolkata police commissioner vineet goyal done a meeting with rg kar student protester


রবিবার সন্ধ্যায় আরজি করের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এ দিন চিকিৎসকরা নিজেদের দাবির বিষয়ে তাঁকে বিস্তারিত জানান।বিনীত গোয়েল বলেন, ‘পড়ুয়াদের যা যা জিজ্ঞাস্য ছিল সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। আজ অতিরিক্ত পুলিশ কমিশনার ১ মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে তাঁদের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে ছাত্রদের যে যে জিজ্ঞাস্য ছিল সেগুলি তাঁদের জানানো হয়েছে। যদি ওদের কোনও প্রশ্ন থাকে, তাহলে যে কোনও সময় আমাদের কাছে তা নিয়ে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘সব কলেজের পড়ুয়াদের ক্ষেত্রেই তা প্রযোজ্য। বিভিন্ন গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। সেগুলি ভিত্তিহীন। যদি ছাত্রদের মনে হয় কোনও ব্যক্তির হাত থাকতে পারে, আমাদের জানান। আমরা সব দিক থেকে তা বিচার করে দেখব। কোনও কিছু লোকানোর জায়গা নেই।’ সুপ্রিম কোর্টের গাইড লাইন মেনে সিটিটিভি বসানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

কলকাতার পুলিশ কমিশনার এ দিন বলেন, ‘আমরা একটি হেল্প লাইন নম্বর চালু করব। সেখানে পড়ুয়ারা নিজেদের কথা জানাতে পারবেন।’ এরপরেই একটি নম্বর কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়। এই নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। মেডিক্যাল পড়ুয়াদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ারকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *