RG Kar Hospital Doctor Death: ‘গুজবে কান দেবেন না, কোনও সন্দেহ থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন’, বার্তা বিনীত গোয়েলের – rg kar hospital doctor death incident kolkata police commissioner provides toll free number where people can tell about any suspects watch video


আরজি কর কাণ্ডে কোনওরকম গুজবে কান না দেওয়ার বার্তা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। একইসঙ্গে কারও উপর কোনও সন্দেহ থাকলে তা পুলিশকে জানানোরও আবেদন করেছেন বিনীত গোয়েল। এর জন্য কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর । কারোর কোনও সন্দেহ থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে এই টোল ফ্রি নম্বর। পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে আজ অর্থাৎ সোমবার চার জন ডাক্তারকে লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ (RG Kar Incident Updates)। এক জন ইন্টার্ন, এক জন হাউস স্টাফ, দুই জন পোস্ট গ্র্যাজুয়েশন চেস্ট মেডিসিন এবং অপর একজন প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ডেকে পাঠিয়েছে পুলিশ বলে খবর। জানা গিয়েছে, চারজনের সঙ্গে সেদিন রাতে সেমিনার হলে বসে ডিনার সেরেছিলেন মৃত মহিলা চিকিৎসক। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *