Bardhaman: ক্লান্ত পায়ে ভক্তরা চলেছেন শিবের মাথায় জল ঢালতে, তাদের তৃষ্ণা মেটাচ্ছেন মুসলিম যুবকরা


চিত্তরঞ্জন দাস: দুই সম্প্রদায়কে মিলিয়ে দিল শ্রাবণ মাসের শেষ সোমবার।  হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে বাঁকে করে  নিয়ে যাচ্ছে জল খালি পায়ে, খালি পেটে থাকা শিব ভক্তদের সাময়িক তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় খাওয়াচ্ছে মুসলিম যুবকরা। ব্যতিক্রমী চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মলানদিঘীতে।

আরও পড়ুন-শেখ হাসিনার ‘কুখ্যাত’ আয়নাঘর আসছে বড়পর্দায়, থাকছে বিরাট চমক

শ্রাবণ মাসের শেষ সোমবার ভোর থেকেই কাঁকসার শিবপুরের অজয় নদ থেকে হাজার হাজার শিব ভক্ত কলসিতে জল ভরে বাঁকে করে নিয়ে যাচ্ছে শিব মন্দিরের উদ্দেশ্যে। কেউ ১৫ কিলোমিটার অতিক্রম করে রাজা বল্লাল সেনের আড়ার রাঢ়েশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে, আবার কেউ মলানদিঘীর শিব মন্দিরে যাচ্ছেন। প্রচন্ড গরমে তৃষ্ণার্ত হয়ে পড়ছে বহু ভক্ত।

ওইসব জলযাত্রীদের তৃষ্ণা নিবারণ করছেন আনোয়ার, শাহজাহান আর সুরজরা। আনোয়ার মিদ্যা বলেন,”আমরা প্রতিবছরই শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব ভক্তদের ঠান্ডা পানীয় খাওয়ানোর ব্যবস্থা করি। আজও আকন্দরার মুসলিম পাড়ার যুবকরা এই উদ্যোগ নিয়েছিলাম। আমাদের এই উদ্যোগ দেখে এগিয়ে এসেছিল মলানদিঘী অটোস্ট্যান্ডের বেশ কিছু হিন্দু যুবকও। আমরা একত্রিত হয়ে উৎসবের আকারে দিনটি পালন করলাম।”

এলাকার যুবক অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, সকালে মলানদিঘি সনকা কলেজের কাছে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলাম। জয়দেব থেকে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে আসছিলাম। সেইসময় মলানদিঘি সনকা কলেজের কাছে কয়েকজন যুবক আমাকে জলা খাওয়ালো। জানাতে পারলাম সেখানে কিছু মুসলিম যুবকও ছিলেন। এলাকায় এমন সম্প্রীতির ঘটনা  আগে দেখিনি। যারা উদ্যোক্তা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *