Sonajhuri Haat : শান্তিনিকেতনে ঘোরার সঙ্গে কেনাকাটার পরিকল্পনা থাকলে মাথায় রাখতেই হবে এই তথ্য – santiniketan sonajhuri haat will remain open four days in a week know about the new decision of forest department watch video


ঘরের থেকে দু’পা ফেলে বাঙালির অবসর যাপনের অন্যতম সেরা গন্তব্য হল শান্তিনিকেতন। রাঙা মাটির প্রাকৃতিক শোভা বা রবীন্দ্র সংস্কৃতির পাশাপাশি শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাট। এথনিক শাড়ি, গয়না থেকে ঘর সাজানোর শৌখিন জিনিসের অসাধারণ পসরার টানেও সপ্তাহান্তে ভিড় জমান পর্যটকেরা। কিন্তু এবার হাটের আকর্ষণে বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদের ট্যুর প্ল্যানের আগে মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়। সপ্তাহে আর সাতদিন খোলা থাকবে না সোনাঝুরি হাট। এবার সপ্তাহে মাত্র চারদিনই খোলা থাকবে এই হাট। আসলে সোনাঝুরির জঙ্গলে বনদপ্তরের জমিতে বসে এই হাট। মাস দুয়েক আগেই সোনাঝুরিতে থাকা বনদপ্তরের জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সেই মতো ঘিরে দেওয়া হচ্ছে জমি। সোনাঝুরির হাটের কারণে বনাঞ্চলের অনেক ক্ষতি হয় বলে অভিযোগ। তবুও জীবন-জীবিকার কথা মাথায় রেখে এই হাট বন্ধ করছে না বা সরাচ্ছে না বনদপ্তর। তবে সোনাঝুরির জঙ্গলরক্ষায় কিছু নির্দেশিকা জারি করেছে বনদপ্তর। এবার থেকে সপ্তাহে সাত দিন নয়, মাত্র চার দিন বসবে হাট। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *