দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নজরে এল আরজি কর কাণ্ড। মঙ্গলবার আরজি কর নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে একাধিক পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একাধিক নির্দেশও দিয়েছেন। বহিরাগত প্রবেশ রুখতে বিশেষ নিরাপত্তার জন্য আরজি করে হাসপাতালে মোতায়েন করা হচ্ছে CISF। আর এই পর্যবেক্ষণের পর ভিডিয়ো বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (RG Kar Protest)। মঙ্গলবারই মৃত চিকিৎসকের বাবা মাকে ফোন করেন রাজ্যপাল। তাদের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন সিভি আনন্দ বোস। আসুন দেখে নিন এই ভিডিয়ো।